News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৫, ২৫ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২৪, ২৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। শীর্ষে রয়েছে কম্বোডিয়া এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।

শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে কম্বোডিয়ার প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ। এর পরেই রয়েছে বাংলাদেশ, যার প্রবৃদ্ধি ২০ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম রপ্তানি বৃদ্ধি করেছে ১০ শতাংশ। অন্যদিকে জাপান, মালয়েশিয়া, কোরিয়া, ফিলিপাইন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও তাইওয়ান এই খাতে প্রবৃদ্ধিতে পিছিয়ে রয়েছে।

আইএমএফ জানায়, এশিয়ার দেশগুলোর রপ্তানির বড় বাজার ইউরোপ ও আমেরিকা। এসব অঞ্চলে রপ্তানির পাশাপাশি রেমিট্যান্স থেকেও দেশগুলো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। ফলে রপ্তানি ও প্রবাসী আয় উভয়ই আমদানি ব্যয় মেটাতে এবং বৈদেশিক মুদ্রার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজন বাড়াতে দেশগুলোতে প্রতিযোগিতা বাড়ছে। এ ক্ষেত্রে শ্রমবাজারের উন্নয়ন, কর্মীদের জীবনমান বৃদ্ধি এবং উৎপাদনে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দেশ কম্বোডিয়া।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়াতে সরবরাহে সংকটের কারসাজি

মূল্য সংযোজিত পণ্যের মধ্যে বাংলাদেশের রপ্তানির প্রধান খাত তৈরি পোশাক। এর পাশাপাশি চামড়াজাত ও হস্তশিল্প পণ্যেও বাংলাদেশ অগ্রগতি অর্জন করছে। এসব পণ্যে মূল্য সংযোজনের হার বৃদ্ধির কারণেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়