News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩২, ২২ অক্টোবর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের উত্থান-পতন

বিশ্ববাজারে স্বর্ণের উত্থান-পতন

ছবি: সংগৃহীত

চলতি বছর বিশ্ববাজারে রেকর্ড বৃদ্ধির পর নাটকীয়ভাবে পতনের পথে স্বর্ণের দাম। 

বুধবার (২২ অক্টোবর) বিনিয়োগকারীদের মুনাফা তোলা ও ডলারের শক্তিশালী অবস্থার কারণে স্পট গোল্ড দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা ২২ মিনিটে (ইস্টার্ন টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১.৭ শতাংশ কমে ৪,০৫৪.৬৯ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে আগের দিনের তুলনায় দাম কিছুটা বেড়ে ৪,১৬১.১৭ ডলারে উঠেছিল। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার ০.৯ শতাংশ কমে ৪,০৭২.১০ ডলারে লেনদেন হয়েছে।

গত সোমবার স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলারে পৌঁছায়, যা চলতি বছরে মূলবান এই ধাতুর মূল্য ৬০ শতাংশেরও বেশি বৃদ্ধি নির্দেশ করে। তবে একদিন পর মঙ্গলবার দাম ৫.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,১৩০.৪০ ডলারে নেমে আসে। বুধবারও পতনের ধারা অব্যাহত থাকে।

হাই রিজ ফিউচারসের মেটালস ট্রেডিং ডিরেক্টর ডেভিড মেগার বলেন, গত কয়েক সপ্তাহে স্বর্ণের দাম অনেক বেড়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) রিপোর্টের আগে মুনাফা তোলা স্বাভাবিক।

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনার প্রত্যাশা বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত সম্পদে আকৃষ্ট করছে। বিশেষত স্বর্ণ, যা অ-ফলনশীল সম্পদ হিসেবে সুদবিহীন, কম সুদের পরিবেশে মূল্যবান হয়ে ওঠে। মার্কিন অর্থনীতিতে সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতি ৩.১ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা থাকায় ফেডারেল রিজার্ভের ০.২৫ শতাংশ সুদের হ্রাসের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: রেকর্ডের পরদিনই স্বর্ণের দামে বড় পতন

স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওলে হ্যানসেন বলেন, ২০২৬ পর্যন্ত স্বর্ণ ও রুপার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় আছে। সাম্প্রতিক সংশোধনের পর ব্যবসায়ীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

রাশিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামিটের প্রস্তুতি চলছে। একইসঙ্গে বিনিয়োগকারীরা ট্রাম্প-চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকের বিষয়ে পরিষ্কার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) অন্যান্য ধাতুর দামের পতনও লক্ষ্য করা গেছে। রুপার দাম ১ শতাংশ কমে ৪৮.২৭ ডলারে, প্লাটিনাম ০.১ শতাংশ কমে ১,৫৪৯.৮৫ ডলারে এবং প্যালাডিয়াম ১.৬ শতাংশ কমে ১,৪৩০ ডলারে নেমেছে।

বাংলাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াবে ২,১৭,৩৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৭,৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭৭,৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৪৮,৭৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও নতুন ইতিহাস গড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬,২০৫ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫,৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫,০৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩,৮০২ টাকায়।

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য পতনের মধ্যে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সিপিআই প্রতিবেদন ও সুদের হারের দিকনির্দেশনা নজরে রেখেছেন। একইসঙ্গে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বড় রাষ্ট্রগুলোর বৈঠকগুলোর প্রভাবও বাজারে দামের ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র: রয়টার্স

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়