দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ল

ফাইল ছবি
দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রবিবার (১৯ অক্টোবর) বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন দাম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়। ২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা। ১৮ ক্যারেট: ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা। সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।
অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের ঘোষণায়, ২২ ক্যারেট রুপার এক ভরি ৬ হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৮০২ টাকায় বিক্রি হবে।
আরও পড়ুন: শাহজালালে আমদানি-রপ্তানি কার্যক্রম বিশেষ ব্যবস্থায় চালু
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা এবং আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম প্রথমবারের মতো ৪,২৪০ ডলার অতিক্রম করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি