News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৪, ৫ ডিসেম্বর ২০২৫

ভূমিকম্পে করণীয় নিয়ে ফায়ার সার্ভিসের ৮ নির্দেশনা

ভূমিকম্পে করণীয় নিয়ে ফায়ার সার্ভিসের ৮ নির্দেশনা

ফাইল ছবি

সাম্প্রতিক ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ২১ নভেম্বর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র কম্পন হিসেবে বিবেচিত হচ্ছে। এরপর কয়েকবার হালকা কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়েছে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পের সময় ও পরে জনসাধারণকে নিম্নলিখিত ৮টি করণীয় মেনে চলার আহ্বান জানানো হয়েছে:

ভূমিকম্পের সময় করণীয়:

১. শান্ত থাকা: ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকতে হবে। যদি ভবনের নিচতলায় থাকেন, দ্রুত বাইরে গিয়ে খোলা স্থানে আশ্রয় নিতে হবে।

২. ড্রপ–কভার–হোল্ড পদ্ধতি: বহুতল ভবনে থাকলে নিচু হয়ে শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকতে হবে। এছাড়া কলামের পাশে বা বিমের নিচে অবস্থান নেওয়া যাবে। সম্ভব হলে মাথা বালিশ, কুশন বা অনুরূপ বস্তু দিয়ে ঢেকে রাখতে হবে।

৩. লিফট ও লাইনের নিরাপত্তা: ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কম্পন শেষ হওয়া মাত্রই বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ বন্ধ করতে হবে।

আরও পড়ুন: নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

৪. ঝুঁকিপূর্ণ বস্তু থেকে দূরে থাকা: বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমারি বা কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। জরুরি প্রয়োজনের জন্য টর্চ, হেলমেট, বাঁশি ও ওষুধ হাতে রাখতে হবে।

৫. বাহিরে অবস্থান: ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নেওয়া উচিত।

৬. গাড়িতে অবস্থান: গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামাতে হবে। কম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই নিরাপদ অবস্থান বজায় রাখতে হবে।

৭. আফটারশক সম্পর্কে সতর্কতা: মূল ভূমিকম্পের পর আবারও কম্পন (আফটারশক) হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও অন্যান্য অবকাঠামো থেকে দূরে থাকা জরুরি।

৮. জরুরি যোগাযোগ: জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগ করা যেতে পারে।

দেশের ভূমিকম্প বিষয়ক এই সতর্কতা ও নির্দেশনা অনুসরণ করে জনজীবন সচল রাখার পাশাপাশি বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ এলাকায় মানুষকে আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে চলার জন্য বারবার সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়