হাসিনাকে ফেরাতে ভারতের কোনো সাড়া পাওয়া যায়নি: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি, এবং তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। তবে এখনও ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
তিনি বলেছেন, বিষয়টি পর্যবেক্ষণাধীন এবং ভারতের প্রতিক্রিয়া আসার অপেক্ষা করা হচ্ছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রংপুর সফরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই, তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সম্ভবত ঢাকায় পৌঁছেছেন। এছাড়া, বেগম খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া হচ্ছে না বিমানটিতে টেকনিক্যাল সমস্যা থাকার কারণে।
পররাষ্ট্র উপদেষ্টা আরাকান আর্মির হাতে জেলেদের আটকের বিষয়েও মন্তব্য করে বলেন, তারা কোনো রাষ্ট্রীয় পক্ষ নয়, তাই দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নেই, তবে বাংলাদেশ স্বার্থে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি চীনের অর্থায়নে ঢাকায় নির্মিতব্য হাসপাতাল নীলফামারীতে স্থাপন করার সিদ্ধান্ত জানিয়েছে, যাতে রংপুর ও সন্নিহিত অঞ্চলের পাশাপাশি ভারত, ভুটানসহ অন্যান্য দেশের মানুষও চিকিৎসা সুবিধা পেতে পারে। এছাড়া কর্মসংস্থান সৃষ্টির জন্য কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা চলছে।
উপদেষ্টা বলেন, দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে সুষ্ঠুভাবে হস্তান্তর করতে হবে, যাতে এক থেকে দেড় বছরের মধ্যে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্য অর্জিত হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সারাদেশে দোয়া-প্রার্থনা
তিনি শুক্রবার থেকে রংপুরে চারদিনের সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। রবিবার (৭ ডিসেম্বর) নীলফামারীর মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








