News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২২, ৫ ডিসেম্বর ২০২৫

 ভারতে ইন্ডিগোর ৫৫০ ফ্লাইট বাতিল

 ভারতে ইন্ডিগোর ৫৫০ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

ভারতের বিমানসেবা কোম্পানি ইন্ডিগোর কারণে দেশজুড়ে ৫৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সারাদিনে ওই সংস্থার এ ফ্লাইট বাতিল হয়। এটি সংস্থার ২০ বছরের ইতিহাসে সর্বোচ্চ ফ্লাইট বাতিলের রেকর্ড।

এয়ারলাইন্স জানিয়েছে, কেবিন ক্রু সংকট, প্রযুক্তিগত জটিলতা এবং সময়সূচি পুনর্গঠনের সমস্যায়ের কারণে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পরিকল্পিতভাবে আরও কিছু ফ্লাইট বাতিল রাখা হয়েছে। সংস্থার অনুমান অনুযায়ী, আগামী দুই-তিন দিনও ফ্লাইট বাতিলের ঘটনা চলতে পারে।

প্রতিদিন প্রায় ২ হাজার ৩০০ ফ্লাইট পরিচালনা করা এই সংস্থার সময়নিষ্ঠতার হার বুধবার মাত্র ১৯.৭ শতাংশে নেমেছে, যা মঙ্গলবার ছিল ৩৫ শতাংশ।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইন্ডিগোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাধানের চেষ্টা করেছে। ইন্ডিগোর সিইও পিটার এলবার্স জানিয়েছেন, নিয়মিত সময়সূচিতে ফিরতে এবং সময়নিষ্ঠতা পুনরুদ্ধার করতে সহজ হবে না।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইতে ১১৮টি, বেঙ্গালুরুতে ১০০টি, হায়দরাবাদে ৭৫টি, কলকাতায় ৩৫টি, চেন্নাইতে ২৬টি এবং গোয়ায় ১১টি ফ্লাইট বাতিল হয়েছে। দেশের আরও কয়েকটি বিমানবন্দরেও একই পরিস্থিতি দেখা দিয়েছে।

ইন্ডিগো স্বীকার করেছে, নতুন নিয়মে কেবিন ক্রুর প্রয়োজনীয়তা ভুলভাবে অনুমান করার ফলে পরিকল্পনায় ঘাটতি তৈরি হয়েছে। শীতকালীন আবহাওয়া ও যাত্রীবেশে ভিড় পরিস্থিতির সঙ্গে মিলিয়ে সংকট আরও বেড়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, ৩ পুলিশ নিহত

ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন -এর দ্বিতীয় ধাপ ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ায় রাতের ডিউটি ও ল্যান্ডিং সংক্রান্ত নিয়ম কঠোর হয়েছে। নতুন নিয়ম পাইলটদের ক্লান্তি কমানো এবং নিরাপত্তা বাড়ানোর জন্য আনা হলেও সংস্থার কর্মী-পরিকল্পনায় চাপ সৃষ্টি করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়