News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৫, ৪ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, ৩ পুলিশ নিহত

পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, ৩ পুলিশ নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে ভয়ঙ্কর আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটেছে। 

বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) গুল আলম, কনস্টেবল রফিক এবং গাড়ির চালক শাকি জান। একই ঘটনায় কনস্টেবল আজাদ শাহ সামান্য আহত হয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয় থানার কর্মকর্তা, ডেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার সাজ্জাদ আহমাদ সাহেবজাদা এবং অন্যান্য জেলা পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। 

পুলিশ সুপার জানিয়েছেন, হামলাটি অজ্ঞাত সন্ত্রাসীদের দ্বারা চালানো হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। 

তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পুলিশের মনোবল কমাতে পারবে না।

আরও পড়ুন: কারাবন্দি ইমরান খান ‘পুরোপুরি সুস্থ’ আছেন: উজমা খান

পানিয়ালা এলাকায় আফগানিস্তান সীমান্তের কাছাকাছি এই প্রদেশে পাকিস্তানি তালেবান (তেহরিক-ই-তালেবান পাকিস্তান, টিটিপি) দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হামলা চালিয়ে আসছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা কামাল খান জানান, বান্নু শহরে গত মঙ্গলবার বন্দুকধারীরা স্থানীয় প্রশাসক শাহ ওয়ালিকে হত্যা করে তার গাড়িতে আগুন ধরিয়েছে। টিটিপির একটি অংশ ইতিমধ্যেই ওই হামলার দায় স্বীকার করেছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ধরনের পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা সাম্প্রতিককালে বেড়েছে। অক্টোবর ও নভেম্বর মাসে ডেরা ইসমাইল খানে একাধিক হামলায় পুলিশ সদস্যসহ বেসামরিকরা আহত হয়েছেন। ২০২৫ সালের প্রথম আট মাসে শুধুমাত্র খাইবার পাখতুনখোয়ায় ৬০০টিরও বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড করা হয়েছে, যেখানে কমপক্ষে ৭৯ জন পুলিশ কর্মকর্তা ও ১৩৮ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, ৩ পুলিশ নিহত

হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ তৎপরভাবে সন্ত্রাসী দমন অভিযান চালাচ্ছে, যদিও এখনও পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়