ইংলিশ ক্রিকেটের কিংবদন্তি রবিন স্মিথের মৃত্যু
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক ক্রিকেটার রবিন স্মিথ আর নেই। সোমবার (১ ডিসেম্বর) রাতে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের পার্থে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, হ্যাম্পশায়ারের কাউন্টি দলে খেলতেন স্মিথের সাবেক সতীর্থ কেভান জেমস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পরিবারও এক বিবৃতির মাধ্যমে এই সংবাদ নিশ্চিত করেছে। তবে স্মিথের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
স্মিথ ইংল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট এবং ৭১টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তার ৯টি সেঞ্চুরি রয়েছে এবং মোট ৪,২৩৬ রান করেছেন, যেখানে গড় রান ৪৩.৬৭। ওয়েস্ট ইন্ডিজের ভয়ানক পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে তিনটি শতক করেছিলেন তিনি। ওয়ানডেতে তার চারটি সেঞ্চুরি রয়েছে, মোট ২,৪১৯ রান করেছেন ৩৯.০১ গড়ে।
আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের ফাইনাল দলেও ছিলেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র আট বছরের ক্যারিয়ার হলেও তিনি দ্রুতগতির বোলিং মোকাবেলায় পারদর্শী ছিলেন। এই কারণে তাকে ভক্তরা ‘দ্য জাজ’ নামে ডাকতেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট ছাড়াও স্মিথ কাউন্টি ক্রিকেটের একজন কিংবদন্তি। ১৭ মৌসুমে তিনি হ্যাম্পশায়ারের হয়ে ১৮,৯৮৪ রান করেন এবং দলটির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার হিসেবে গণ্য হন।
স্মিথ ২০০৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। পরবর্তী সময়ে মানসিক সমস্যা ও অ্যালকোহল আসক্তির সঙ্গে লড়েছেন। তবে তার পরিবার জানায়, এটি তার মৃত্যুর কারণ নয় এবং তারা গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছেন।
রবিন স্মিথের মৃত্যু ক্রিকেট বিশ্বে একটি শোকের খবর। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তার অবদান স্মৃতিতে চিরকাল অম্লান থেকে যাবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








