আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে সমতায় থাকা সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিল লিটন দাসের দল। ফলে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ছিল বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ। ফলে সিরিজ জয়ের সুখস্মৃতি আর বাড়তি আত্মবিশ্বাস সঙ্গী করেই বিশ্বমঞ্চে পা রাখবে টাইগাররা।
১১৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দলকে ভালো শুরু এনে দেন। আগের দুই ম্যাচে চারে নামা সাইফ আজ ওপেনিংয়ে নেমে ১৯ রান (২ চার ও ১ ছক্কা) করে চতুর্থ ওভারে বিদায় নেন। অন্যদিকে, আগের ম্যাচে ম্যাচসেরা হওয়া অধিনায়ক লিটন দাস আজ দেখেছেন মুদ্রার উল্টো পিঠ। ৫৭ রানের ইনিংস খেলা লিটন আজ ফিরেছেন মাত্র ৭ রানে।
তবে লিটন দ্রুত ফিরলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে বেগ পেতে হয়নি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আরেক ওপেনার তানজিদ তামিম। আগের দুই ইনিংসে দুই অংকের ঘর স্পর্শ করতে ব্যর্থ হওয়া এই বাঁহাতি ব্যাটার আজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম ফিফটি। বিশাল এক ছক্কা হাঁকিয়ে ৩৫ বলে ফিফটি পূর্ণ করা তানজিদ অপরাজিত থাকেন ৫৫ রানে। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছক্কায়। তাকে যোগ্য সঙ্গ দেওয়া পারভেজ হোসেন ইমন ৩ ছক্কা ও ১ চারে ৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
আইপিএলের নিলামে মোস্তাফিজ-সাকিব
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় আয়ারল্যান্ড। মুস্তাফিজ ও রিশাদদের বোলিং দাপটে নির্ধারিত ২০ ওভারের এক বল বাকি থাকতেই ১১৭ রানে অলআউট হয় সফরকারীরা।
আইরিশদের হয়ে অধিনায়ক পল স্টার্লিং শুরুতে ঝড়ো ব্যাটিং করেন। তার ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলা ৩৮ রানের ইনিংসটিই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। তাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। এরপরই ধস নামে আইরিশ ব্যাটিংয়ে। টিম টেক্টর ১০ বলে ১৭ রান করলেও হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার ও গ্যারেথ ডেলানিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। শরিফুল ইসলাম নেন ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান ও সাইফউদ্দিন একটি করে উইকেট লাভ করেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








