News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ১ ডিসেম্বর ২০২৫

নীহার আহমেদের কথায় বিকেএসপি’র থিম সঙ ‘এসো স্বদেশের পতাকা উড়াই’

নীহার আহমেদের কথায় বিকেএসপি’র থিম সঙ ‘এসো স্বদেশের পতাকা উড়াই’

নীহার আহমেদ। ছবি: নিউজবাংলাদেশ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)–এর জন্য প্রথমবারের মতো নির্মিত হয়েছে থিম সঙ ‘এসো স্বদেশের পতাকা উড়াই’। গানটি লিখেছেন সময়ের আলোচিত গীতিকার নীহার আহমেদ এবং সুর ও কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও গায়ক বেলাল খান, আর সংগীতায়োজন করেছেন সজীব দাস।

বিকেএসপি’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম -এর উদ্যোগে গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কণা, নদী ও সজীব দাস।

ভিডিওচিত্রের পরিচালনা ও সিনেমাটোগ্রাফি করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাস, ফুটবলার সালেহীন, শুটার আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ।

গানটি বিকেএসপি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে শীঘ্রই প্রকাশিত হবে।

আরও পড়ুন: বিশ্বজয়ের পর দেশেই প্রিমিয়ার হচ্ছে চা-শ্রমিক জীবনের গল্প ‘নিশি’

গীতিকার নীহার আহমেদ বলেন, “বিকেএসপি’র থিম সঙ লেখার প্রস্তাব পেয়ে আমরা প্রতিষ্ঠানের ইতিহাস, লক্ষ্য ও ক্যাডেটদের উদ্দীপনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি গানটি খেলোয়াড়দের দেশপ্রেম ও প্রেরণা যোগাবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়