News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১০, ২৫ নভেম্বর ২০২৫
আপডেট: ১০:৪৭, ২৫ নভেম্বর ২০২৫

গ্রেট গ্র্যান্ড মাস্তিকেও ছাড়াতে পারেনি ‘মাস্তি ৪’

গ্রেট গ্র্যান্ড মাস্তিকেও ছাড়াতে পারেনি ‘মাস্তি ৪’

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’র নতুন কিস্তি ‘মাস্তি ৪’ মুক্তির পর বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। উইকএন্ডে ঘুরে দাঁড়ানোর আশা থাকলেও ছবিটির আয় প্রযোজকদের হতাশ করেছে। ভিভেক ওবেরয়, রিতেশ দেশমুখ ও আফতাব শিবদাসানি অভিনীত সিনেমাটি প্রত্যাশিত গতিতে এগোতে ব্যর্থ হয়েছে।

মুক্তির দিন শুক্রবার মাত্র ২.২৫ কোটি রুপির আয় দিয়ে যাত্রা শুরু করে ‘মাস্তি ৪’। আশা করা হয়েছিল, শনিবার আয় বাড়বে ৩ কোটি এবং রবিবার ৪ কোটি টাকা ছাড়াবে। কিন্তু বাস্তবে শনিবার আয়ে খুবই সামান্য বৃদ্ধি দেখা যায়।

ভারতীয় গণমাধ্যম জানায়, শনিবার ছবিটি মাত্র ২.৩৫ কোটি রুপি আয় করেছে। ধারাবাহিক নিম্নগতির কারণে রবিবারেও আয় ২.৫০ কোটির বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে।

এভাবে ‘মাস্তি ৪’-এর উদ্বোধনী উইকএন্ডের মোট আয় ৭ কোটির নিচে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। উল্লেখ্য, সিরিজের আগের কিস্তি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। তবে তার উইকএন্ড আয় ছিল ৮.২০ কোটি রুপি।

আরও পড়ুন: বলিউডের ‘হি–ম্যান’ ধর্মেন্দ্র আর নেই

সব মিলিয়ে এখন পর্যন্ত ‘মাস্তি ৪’-এর মোট বক্স অফিস সংগ্রহ মাত্র ৪.৬০ কোটি রুপি, যা আগের কিস্তির চেয়েও কম এবং ফ্র্যাঞ্চাইজির জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়