News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৭, ২৪ নভেম্বর ২০২৫

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১০৩ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১০৩ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি

ফাইল ছবি

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০৩ জন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)–এর সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রথম প্রজ্ঞাপনটি জারি হয় ২৩ নভেম্বর, এবং পরদিন ২৪ নভেম্বর আরেকটি প্রজ্ঞাপনে বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়। দুই প্রজ্ঞাপনেই ১০৩ চিকিৎসকের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড–৩ অনুযায়ী ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা বেতনক্রমে তাদের নিজ নিজ বিষয়ের অধ্যাপক হিসেবে উন্নীত হলেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, নতুন আক্রান্ত ৭০৫

এতে আরও বলা হয়েছে, নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা তাদের পূর্বের কর্মস্থলেই ইনসিটু অবস্থায় দায়িত্ব পালন করবেন। অর্থাৎ, পদোন্নতি কার্যকর হলেও তাৎক্ষণিক পদায়ন বা বদলি করা হবে না।

পদোন্নতির পরবর্তী আনুষ্ঠানিকতা হিসেবে পদোন্নতিপ্রাপ্ত সকল চিকিৎসককে আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।

স্বাস্থ্য প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় একাডেমিক নেতৃত্ব আরও সুসংগঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়