News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ২২ নভেম্বর ২০২৫

ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা

ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লালন মণ্ডল (৪৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়া এলাকার মৃত জামাত মণ্ডলের ছেলে। আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রেফাজুল ও লালন স্থানীয় দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত খুব কাছ থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই রেফাজুল নিহত হন, গুলিবিদ্ধ হন লালন।

আরও পড়ুন: পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে

ভেড়ামারা থানার ওসি আব্দুর রউফ তালুকদার বলেন, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত করা যায়নি। দোষীদের শনাক্তে অভিযান চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়