নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে এক শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে ‘এ’ দল ভারতকে সুপার ওভারে ১ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ম্যাচে নানা নাটক, চমক এবং চরম উত্তেজনা ছিল, যার কেন্দ্রে ছিলেন বাংলাদেশের পেসার রিপন মন্ডল এবং অধিনায়ক আকবর আলী।
বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৪/৬ সংগ্রহ করে। ওপেনিং জুটি জিসান আলম ও হাবিবুর রহমান সোহান আক্রমণাত্মক সূচনা এনে দেয়। জিসান ২৬ বল খেলে ২৬ রান করে এবং সোহান ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। তাদের পরবর্তী ব্যাটাররা গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের সংগ্রহকে স্থিতিশীল রাখে।
তবে ভারতের তরুণ বোলাররা মাঝপথে ফিরে আসে। মাত্র ২২ রানের ব্যবধানে চার উইকেট তুলে নেওয়ার ফলে বাংলাদেশের ব্যাটিং কিছুটা চাপের মুখে পড়ে। ঠিক সেই মুহূর্তে এসএম মেহেরব এবং ইয়াসির আলী দলের সংগ্রহকে উচ্চতায় নিয়ে যান। মেহেরব ১৮ বলে ৪৮* অপরাজিত রান করে ছয় ছক্কা হাঁকিয়ে স্কোরবোর্ডে উত্তেজনা এনে দেন। ইয়াসির আলী ৯ বল খেলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন।
আরও পড়ুন: মুশফিক-লিটনের রেকর্ড জুটিতে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬
লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও শুরুতে ঝড় তুলেছিল। ভৈভব সূর্যবংশী মাত্র ১৫ বলে ৩৮ রান করে এবং প্রিয়াংশ আরিয়া ২৩ বলে ৪৪ রান যোগ করেন। তবে শেষ ওভারে বাংলাদেশের ফিল্ডিং ভুল এবং অধিনায়ক আকবর আলীর একটি অবিশ্বাস্য ভুল ভারতের জন্য সুযোগ তৈরি করে দেয়। শেষ বলের সময়ে আকবর স্টাম্প ভাঙার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। এই ভুলের কারণে ভারত ৩ রান নিয়ে ম্যাচকে টাইয়ে পৌঁছে দেয় এবং ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে দায়িত্ব নেন বাংলাদেশের সেরা পেসার রিপন মন্ডল। প্রথম বলেই তিনি জিতেশ শর্মাকে বোল্ড করেন। পরের বলেই আশুতোষ শর্মাকে অফ সাইডে ক্যাচে ফেরান। দুই বলেই দুই উইকেট নেওয়ায় ভারতকে ০/২ তে গুটিয়ে দেন রিপন। ফলে বাংলাদেশের সামনে ফাইনালের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান।
চেজের শুরুতে ইয়াসির আলী ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে ছক্কার চেষ্টায় বাউন্ডারির কাছে ধরা পড়েন। কিন্তু পরের বল ছিল ওয়াইড, সেই ওয়াইডেই আসে বাংলাদেশের জয়। ফাইনালে যাওয়ার আনন্দের মুহূর্তে অধিনায়ক আকবর আলী এবং পুরো দল হাত তুলে উদযাপন করেন।
ম্যাচের শেষে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল ভারতের যুবাদের শুরু ঝড়, কিন্তু অভিজ্ঞতার অভাব এবং সুপার ওভারে ভুল সিদ্ধান্তের কারণে তাদের জয় হাতছাড়া হয়। বিশেষ করে ভৈভব সূর্যবংশীকে সুপার ওভারে না নামানো নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ ‘এ’ দলের জয় কেবল উল্লাসের কারণ নয়, এটি তাদের প্রতিযোগিতার ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের উত্থান নিশ্চিত করে এই নাটকীয় ম্যাচটি।
নিউজবাংলাদেশ.কম/পলি








