ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত সাতজন নিহত ও দুইশতাধিক আহত হয়েছেন। ভবন হেলে পড়া, দেয়াল ফাটল ও নির্মাণাধীন স্থাপনা ধসে পড়ার খবর পাওয়া গেছে। আতঙ্কে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ ভবন থেকে বের হয়ে রাস্তায় ভিড় করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের কাজ চলছে। তিনি জনগণকে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তি এড়িয়ে সরকারি চ্যানেলের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করেন। প্রয়োজনে হটলাইন চালু করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: ভূমিকম্পে রাজধানীসহ ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত রেসপন্স করছে। ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা আহতদের খোঁজ নিতে যান। উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে সংশ্লিষ্ট সব দপ্তর মাঠপর্যায়ে কাজ করছে।
বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








