হামজাদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মঙ্গলবার ভারতকে ১-০ গোলে হারানোর পর পুরো দলকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন সমর্থকরা। প্রশংসার এ ঢেউয়ে শরিক হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশ দলের এই জয়ে গভীর আনন্দ প্রকাশ করেন।
তারেক রহমান লেখেন, “২২ বছর পর ভারতের বিরুদ্ধে ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা অনেক কিছু অর্জন করতে পারি।”
তিনি আরও বলেন, “শুরুতেই মোরসালিনের গোল আর দলের নিরলস লড়াই লাখো মানুষের মনে নতুন করে আশা জাগিয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা- তারা আমাদের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি। এমন এক ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষায় যেখানে প্রতিভা লালিত হবে, স্বপ্নকে সমর্থন করা হবে, আর আমাদের পতাকা আরও উঁচুতে উড়বে।”
আরও পড়ুন: ‘হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
এদিকে ভারতের বিপক্ষে এই দারুণ জয়ের পর বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
নিউজবাংলাদেশ.কম/এসবি








