News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৮, ১৮ নভেম্বর ২০২৫

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে বিএনপির কড়া নির্দেশনা

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে বিএনপির কড়া নির্দেশনা

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে (২০ নভেম্বর) কেন্দ্র করে দলের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। 

নেতাকর্মীদের বলা হয়েছে, জন্মদিন উদযাপন সংক্রান্ত কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন করা যাবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো বা আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব করা যাবে না।

আরও পড়ুন: হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে স্বৈরশাসনের কবর রচনা হয়েছে: ফখরুল

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই নির্দেশনা ঢাকাসহ দেশের সব ইউনিটের নেতাকর্মীদের জন্য প্রযোজ্য। দলীয় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ মেনে জন্মদিন পালন করতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের বহির্গামী অনুষ্ঠান বা উচ্ছ্বাস ঘটানো না হয়।

বিএনপির এই পদক্ষেপ দলের অভ্যন্তরীণ সংযম ও নিয়ন্ত্রণের অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়