পঞ্চগড়-১ আসনে নির্বাচন করবেন সারজিস আলম
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রবিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহ শেষে সারজিস আলম বলেন, “বিগত সময়ে পঞ্চগড়ে অনেক এমপি-মন্ত্রী ছিলেন, কিন্তু তারা জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। আগামীতে যে সরকারই আসুক, পঞ্চগড়ের প্রাপ্য অধিকার আদায় করে নেওয়া হবে।”
তিনি জানান, এনসিপির প্রধান অঙ্গীকার হবে জেলার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন। শিল্পকারখানার প্রসার, শ্রমিক অধিকার নিশ্চয়তা, ক্ষমতার অপব্যবহার রোধ ও নিরপরাধ মানুষের হয়রানি বন্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।
এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, আগামীর বাংলাদেশে চাঁদাবাজি, দাপট ও বৈষম্যের জায়গা থাকবে না। দল–প্রতীক পেরিয়ে সবাইকে এনসিপির পক্ষে ব্যালটযুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে: গোলাম পরওয়ার
পঞ্চগড়-১ আসনে ইতোমধ্যে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বাংলাদেশ জামায়াতে ইসলামী ওই আসনে প্রার্থী করেছে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইনকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








