News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৮, ১৪ নভেম্বর ২০২৫

ঢাকায় শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে

ঢাকায় শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে

ছবি: সংগৃহীত

ঢাকায় শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম কমেছে। একই সঙ্গে ডিমের দামও কমেছে। তবে পেঁয়াজের দাম এখনও তুলনামূলকভাবে বেশি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বাজারে পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০–১২০ টাকা কেজিতে, যেখানে দুই সপ্তাহ আগে দাম ছিল ৭০–৮০ টাকা। চলতি মৌসুমের নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০–১০০ টাকায়। বিক্রেতারা বলছেন, নতুন পাতা পেঁয়াজ এবং মুড়িকাটা পেঁয়াজ আসার পর দাম কমতে পারে।

শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগম এবং নতুন বেগুন বাজারে এসেছে। দাম:

ফুলকপি-বাঁধাকপি: ৩০–৫০ টাকা কেজি, শিম: ৭০–৮০ টাকা কেজি, নতুন বেগুন: ৬০–৭০ টাকা কেজি, শালগম: ৬০–৮০ টাকা কেজি, মুলা: ৪০–৬০ টাকা কেজি, নতুন কাঁচা টমেটো: ৮০–১০০ টাকা কেজি। 

পুরনো সবজির দামও দ্রুত কমছে। পেঁপে ২০–৩০ টাকায়, গ্রীষ্মের পটল ৪০–৬০ টাকায়, চালকুমড়া ও লাউ ৫০ টাকায়, করলা ৬০–৭০ টাকায় এবং ঢ্যাঁড়স ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ঢাকায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাণিজ্যমেলা ১ থেকে ৩ ডিসেম্বর

ডিমের দামও কমেছে; প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে মাসখানেক আগে দাম ছিল ১৫০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৭০–১৮০ টাকায়, সোনালি মুরগির কেজি ২৮০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়