News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ১৪ নভেম্বর ২০২৫

ইউক্রেনকে ৪ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত ফ্রান্সের 

ইউক্রেনকে ৪ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত ফ্রান্সের 

ছবি: সংগৃহীত

পার্ক দে প্রিন্সে প্রথমার্ধ ছিল গোলশূন্য ও ছন্দহীন। তবে বিরতির পর পুরোপুরি বদলে যায় ফ্রান্স। দিদিয়ের দেশঁর দল ঝড় তোলা আক্রমণে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে হারিয়ে নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপের টিকিট।

৫৫ মিনিটে বক্সে মিখায়েল ওলিসেকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। ইউক্রেন গোলরক্ষক অ্যানাটোলি ট্রুবিন ডানদিকে ঝাঁপ দিলেও কিলিয়ান এমবাপ্পে ঠান্ডা মাথার প্যানেনকা শটে দলকে এগিয়ে নেন ১-০।

এর আগে ইউক্রেন একটি পেনাল্টি চাইলে ভিএআর পর্যালোচনার পর রেফারি স্লাভকো ভিনচিচ সিদ্ধান্ত বহাল রাখেন। হতাশা কাটার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ফ্রান্সের হাতে চলে যায়।

৭৬ মিনিটে এন’গোলো কান্তের থ্রু বল ধরে ডি-বক্সে নিখুঁত কার্ভ শটে ফরাসিদের ব্যবধান দ্বিগুণ করেন ওলিসে।

৮৩ মিনিটে ঘন জটলার মধ্যে কাছের পোস্টে আলতো টাচে নিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের ৪০০তম গোলটি করেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে এটি তাঁর ৫৫তম গোল- দেশের সর্বোচ্চ গোলদাতা ওলিভিয়ে জিরুকে ছোঁয়ার পথে এখন মাত্র দুই গোল দূরে।

আরও পড়ুন: এক দিনে পাঁচ খেলায় ব্যস্ত বাংলাদেশ

ম্যাচের শেষ মুহূর্তে এমবাপ্পের তৈরি করা সুযোগ থেকে হুগো একিতিকে নিচ দিয়ে শট নিয়ে চতুর্থ গোলটি করেন। ট্রুবিনের গ্লাভসে লাগলেও বল জালে ঢুকে যায়।

দ্বিতীয়ার্ধের আগ্রাসী ফুটবল, ধারাবাহিক আক্রমণ আর এমবাপ্পের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সে ফরাসিরা দেখাল কেন তারা বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ইউক্রেনের জন্য রাতটি ছিল হতাশার, আর ফ্রান্সের জন্য উদযাপনের।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়