নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ অব্যাহত
ছবি: নিউজবাংলাদেশ
নোয়াখালী-৫ (কবিরহাট–কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মশাল মিছিল অব্যাহত রেখেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারা বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন।
গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নোয়াখালী-৫ আসনে মো. ফখরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এতে মনোনয়ন বঞ্চিত হন বিএনপির কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ, ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিনী হাসনা জসীমউদ্দীন মওদুদ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি।
কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিএনপির রাজনীতির মাঠ। মনোনয়ন পরিবর্তনের দাবিতে কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে টানা বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করছে স্থানীয় নেতাকর্মীরা।
সর্বশেষ বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীর হাট বাজারে ফখরুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন পাটোয়ারী, বসুরহাট পৌরসভা যুবদলের সভাপতি জামাল উদ্দিন, পৌরসভা ছাত্রদল নেতা অনিক, কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা রিপাত, চরপার্বতী ইউনিয়ন যুবদল নেতা মো. মিলনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নোয়াখালী-০৫ আসনে ধানের শীষের প্রার্থী হওয়ার মতো অনেক যোগ্য ও ত্যাগী নেতা থাকলেও দলের পক্ষ থেকে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি অতীতে সরাসরি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারা দাবি করেন, ফখরুল ইসলাম জামায়াতের প্রোডাক্ট। তাঁকে প্রার্থী করা বিএনপির আদর্শ ও ত্যাগী নেতাদের প্রতি অবিচার।
নেতাকর্মীরা আরও বলেন, ধানের শীষের মনোনয়ন পাওয়ার পর মো. ফখরুল ইসলাম প্রকাশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা কোনো জামায়াতপন্থীকে বিএনপির প্রার্থী হিসেবে মেনে নিতে পারি না।
আরও পড়ুন: মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ
বিক্ষোভকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা বলেছেন, এটি প্রাথমিক মনোনয়ন। আমরা বিশ্বাস করি, দলের চূড়ান্ত সিদ্ধান্তে যোগ্য, সৎ ও ত্যাগী নেতা বজলুল করিম চৌধুরী আবেদকেই নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী করা হবে। যিনি জনগণের ভালোবাসায় পরিপূর্ণ এবং দলের তৃণমূলের প্রকৃত প্রতিনিধি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








