ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর দু’দিনের সফরে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন। সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন।
এবারের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আয়োজন করছে ভারত। ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশ—ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ -এর সমন্বয়ে গঠিত এই ফোরামে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। সেশেলস পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে। বাংলাদেশ ২০২৪ সালে পূর্ণ সদস্য হিসেবে এই ফোরামে যুক্ত হয়।
সূত্র জানায়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে গত মাসে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল। এই আমন্ত্রণে অংশ নিতে খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন।
আরও পড়ুন: মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু
গত বছরের আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ইন্ডিয়া এনার্জি উইক-এ অংশ নিতে ভারত সফর করেছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








