News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ১৪ নভেম্বর ২০২৫

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি ফাঁকা বাসে আগুন দিয়ে পালানোর সময় ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে সাইয়াফ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) নামে আরেকজনকে আটক করে শাহআলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় আরও একজন পালিয়ে যায়।

শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান জানান, রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধ সংলগ্ন সড়কে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় কয়েকজন যুবক। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে একজন তুরাগ নদে লাফ দেন এবং সাঁতার না জানায় ডুবে মারা যান।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাত ১০টা ৫ মিনিটের দিকে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে বাসে আগুন লাগিয়ে মোবাইলে ভিডিও করছিল। লোকজন ধাওয়া দিলে এক দুষ্কৃতকারীকে আটক করা হয়, আরেকজন নদে ঝাঁপ দিয়ে ডুবে যায় এবং অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। ডুবে যাওয়া যুবককে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়