প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে। অধ্যাপক রীয়াজ উপদেষ্টা মর্যাদা পাবেন।
গত বছরের ১১ সেপ্টেম্বর ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় সরকার। ওই বছরের ১৮ সেপ্টেম্বর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পান অধ্যাপক রীয়াজ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট প্রকাশ
অধ্যাপক রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর। ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ওই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের চেয়ার ছিলেন।
তিনি অ্যাটলান্টিক কাউন্সিলের নন-রেসিডেন্ট সিনিয়র ফেলো এবং বর্তমানে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








