News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৮, ১১ নভেম্বর ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের আপিলের রায় ২০ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের আপিলের রায় ২০ নভেম্বর

ফাইল ছবি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার জন্য করা আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) এই মামলার রায় ঘোষণা করবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এই তারিখ ধার্য করেন। দীর্ঘ প্রতীক্ষিত এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়েছিল ১৯৯৬ সালে, যার মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন।

এর বিরুদ্ধে আপিল মঞ্জুর করে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন। এরপর ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি আবেদন করেন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও পুনর্বিবেচনা চেয়ে আপিল করেন।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিল অনুমোদন পায় এবং ২১ অক্টোবর থেকে এ সংক্রান্ত আপিলের শুনানি শুরু হয়।

আরও পড়ুন: শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-ঈদগাহ এলাকায় জোরদার নিরাপত্তা

শুনানিতে রিটের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে জয়নুল আবেদীন, জামায়াতে ইসলামীর পক্ষে মোহামদ শিশির মনিরসহ অনেকে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়