News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৩, ১১ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-ঈদগাহ এলাকায় জোরদার নিরাপত্তা

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-ঈদগাহ এলাকায় জোরদার নিরাপত্তা

ছবি: সংগৃহীত

আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশকে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ছড়াচ্ছে। এছাড়া ১৩ নভেম্বর হরতাল ডাকা হয়েছে।

আরও পড়ুন: ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে আদালতের নির্দেশ

এই পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং বার ভবনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়