শাকিব খানের `প্রিন্স`-এ তাসনিয়া ফারিণ চূড়ান্ত
ছবি: সংগৃহীত
গেল ঈদে বড় বাজেটের দেশীয় সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। শরিফুল রাজের বিপরীতে সঞ্জয় সমদ্দার পরিচালিত সেই ছবিতে অ্যাকশন ঘরানার চরিত্রে দেখা যায় তাকে। অভিষেকেই আলোচনায় আসেন এই তরুণ অভিনেত্রী।
এরপর থেকেই গুঞ্জন ছিল, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে নতুন ছবি ‘প্রিন্স’-এ অভিনয় করতে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। এতদিন এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল ছবির নির্মাতারা, তবে এবার নিশ্চিত খবর এসেছে- ‘প্রিন্স’-এর নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণই চূড়ান্ত।
সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই ফারিণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে। এরই মধ্যে তার সঙ্গে সব ধরণের আলোচনা শেষ হয়েছে।
‘প্রিন্স’ পরিচালনা করছেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ। নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে এগোবে ছবিটির গল্প, যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সংমিশ্রণ। গল্পটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্য করেছেন তিনি নিজে ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
এর আগে শোনা গিয়েছিল, সিনেমাটিতে নায়িকা থাকছেন কলকাতার ইধিকা পাল, এমনকি তিনি নাকি ছবিটির জন্য আকাশচুম্বী পারিশ্রমিক দাবি করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নির্মাতারা ফারিণকেই চূড়ান্ত করেছেন।
আরও পড়ুন: নারীকে শুধু শরীর নয়, শ্রদ্ধার চোখে দেখুন: অমৃতা
পরিচালক সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘প্রিন্স’-এর শুটিং শুরু হবে, আর আগামী ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। বাজেট, লোকেশন ও টেকনিক্যাল টিম- সবই এখন প্রায় চূড়ান্ত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








