News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ৭ নভেম্বর ২০২৫

ক্যাটরিনার কোলে পুত্রসন্তান

ক্যাটরিনার কোলে পুত্রসন্তান

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। 

শুক্রবার (০৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ। 

ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি।

বিবৃতিতে তারা লিখেছেন, আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই। 

বাবা-মা হওয়ার অপার আনন্দ প্রকাশের পাশাপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই বলিউডে বইছে অভিনন্দনের ঢেউ। 

অভিনেত্রী কারিনা কাপুর মন্তব্য করেছেন, ছেলের মা ক্লাবে তোমাকে স্বাগতম। ভিকি ও তোমার জন্য অনেক শুভেচ্ছা। 
আয়ুষ্মান খুরানা লিখেছেন, সেরা সংবাদ! অভিনন্দন। 

আরও পড়ুন: মৌনী রায়ের সাহসী স্বীকারোক্তি: অনুমতি ছাড়া চুম্বনের ঘটনা

শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকে—অনিল কাপুর, সোনাম কাপুর, শিল্পা রাই, মাধুরী দীক্ষিত, প্রিয়াঙ্কা চোপড়া, বানি কাপুর।

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই তাদের প্রেম, দাম্পত্য জীবন, একসঙ্গে ভ্রমণ ও জনসমক্ষে উপস্থিতি বারবার সংবাদ শিরোনামে এসেছে।

চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া—এসব কারণে বাড়তে থাকে জল্পনা। গত ২৩ সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন ক্যাটরিনা, যেখানে উঁকি দিচ্ছিল স্ফীতোদর। পাশে ছিলেন ভিকি কৌশল, মুখে তৃপ্তির হাসি। 

ক্যাপশনে লিখেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।

এরপর থেকেই বলিউডপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই বিশেষ দিনের জন্য। আজ সেই অপেক্ষার অবসান হলো। মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ‘ভিকি-ক্যাট’-এর ঘরে নতুন সদস্যের আগমনে চলছে নানা আলোচনা ও শুভেচ্ছার বন্যা। বলিউডে নতুন অধ্যায়ের সূচনা করলেন ক্যাটরিনা ও ভিকি—একটি পরিবার হিসেবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়