News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১০, ৫ নভেম্বর ২০২৫

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি

নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে এনসিপি কোনো প্রার্থী নাও দিতে পারে। যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি।”

তিনি আরও জানান, ৩০০ আসনে এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে। “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, জোটের বিষয়টি তখন বিবেচনা করা হবে।”

আরও পড়ুন: জামায়াতে ইসলামী কোনও জোট গঠন করবে না: ডা. শফিকুর রহমান

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি তাদের ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়