News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৮, ৫ নভেম্বর ২০২৫

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের নিহত ৫

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের নিহত ৫

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকোরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন। 

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে চার নারী ও একটি শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও দুজন, যাদের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কারণ হিসেবে মুখোমুখি সংঘর্ষই দায়ী ধরা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়