মোহাম্মদপুরে প্রেমের ফাঁদে যুবক অপহরণ, নারীসহ গ্রেফতার ৭
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে প্রেমের প্রলোভনে ফেলে এক তরুণকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৩ নভেম্বর) সকালে হাজারীবাগের বউ বাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ এই সাতজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্ময় হাসান জামিল (২২), মো. রমজান (১৯) ও আরাফ আহমেদ শাফি (২৪)। তারা সবাই মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
অপহরণকারীরা ভুক্তভোগীকে আটকে রেখে প্রথমে ৫০ হাজার টাকা দাবি করে, পরে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা চালায়। পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার করেছে।
অভিযানের সময় ভুক্তভোগী তরুণ সবু হোসেনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে বিস্ফোরক ও অস্ত্রসহ বুনিয়া সোহেলের ড্রাইভার আটক
জাহাঙ্গীর আলম জানান, মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে থেকে ওরা আমার ছেলেকে তুলে নেয়। প্রথমে ৫০ হাজার টাকা চায়। টাকা না দিলে মারধর করে হত্যার ভয় দেখায়। পরে আমার বড় ছেলেকে ফোন করে টাকা দাবি করে। ভয়ে ৫ হাজার টাকা বিকাশে পাঠাই। এরপরও আরও টাকা চাইতে থাকে ও হুমকি দেয়। পরে থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে ছেলেকে উদ্ধার করে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ ধরনের প্রতারণা ও অপহরণ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সবু হোসেনের এক সময়ের সহপাঠী ইয়াসমিন আক্তার পরিকল্পিতভাবে তাকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নেয়। পরে স্থানীয় কিশোর গ্যাং–সক্রিয় সদস্যদের সহায়তায় তাকে একটি বাসায় আটকে রেখে মারধর করে মুক্তিপণ দাবি করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণ ও টাকা আদায়ের ঘটনা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। পুরো চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় রাজধানীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে তারা আরও সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








