News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৭, ৩ নভেম্বর ২০২৫

ঢাকায় বিএনপির টিকিট পেলেন যারা

ঢাকায় বিএনপির টিকিট পেলেন যারা

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি সাতটি আসনের প্রার্থীর নাম পরবর্তীতে জানানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকার যেসব আসনে বিএনপির প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন, তারা হলেন:

  • ঢাকা-১: খন্দকার আবু আশফাক
  • ঢাকা-২: আমানউল্লাহ আমান
  • ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
  • ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন
  • ঢাকা-৫: নবী উল্লাহ নবী
  • ঢাকা-৬: ইশরাক হোসেন
  • ঢাকা-৮: মির্জা আব্বাস
  • ঢাকা-১১: এম এ কাইয়ুম
  • ঢাকা-১২: সাইফুল আলম নীরব
  • ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি
  • ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান
  • ঢাকা-১৬: আমিনুল হক
  • ঢাকা-১৯: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন

এছাড়া, ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থীদের নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, এসব আসনের প্রার্থী তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা দেশের সব নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছি এবং দলগতভাবে শক্তিশালী প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি আসনের প্রার্থী তালিকা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। আমরা একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত।

উল্লেখ্য, বিএনপি এবার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর থেকেই দলীয় প্রার্থী বাছাই নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। আজকের ঘোষণার মধ্য দিয়ে সেই অনিশ্চয়তার অবসান ঘটল।

এই মনোনয়ন তালিকা প্রকাশের মাধ্যমে বিএনপি তাদের নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করল। এখন দেখার বিষয়, বাকি আসনগুলোর প্রার্থী কারা হন এবং নির্বাচনী মাঠে বিএনপির কৌশল কীভাবে বাস্তবায়িত হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়