২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে।
সোমবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছে। সেই নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী দিতে যাচ্ছে।
তিনি বলেন, যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩—প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া-৬ আসন থেকে।
মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করবেন। এছাড়া ঢাকা-১৪ আসনে ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা তুলি, ঠাকুরগাঁও-৩ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১২ আসনে সাইফুল ইসলাম নিরব এবং ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন: ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন এবং চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনে অংশ নেবেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে প্রার্থী তালিকার খসড়া চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুল এক সাক্ষাৎকারে জানান, আমরা মাঠ পর্যায়ে জরিপ করে এমন প্রার্থী বাছাই করছি, যারা নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রাখেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেন, গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








