মনোনয়ন তালিকায় নেই রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনের প্রার্থী চূড়ান্ত ও প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (০৩ নভেম্বর) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তালিকায় উল্লেখ করা হয়েছে যে, দল একক প্রার্থী হিসেবে ২৩৭ আসনে মনোনয়ন প্রদান করেছে। তবে প্রাথমিক এই তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম দেখা যায়নি।
আরও পড়ুন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে দল ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রার্থীশূন্য রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আলমগীর বলেন, দল নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করছে এবং শেষ পর্যায়ে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিএনপি একক প্রার্থী ঘোষণা প্রক্রিয়া নিয়ে কার্যত অগ্রসর হচ্ছে, এবং প্রাথমিক তালিকা প্রকাশ হওয়ায় রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নতুন বিতর্ক ও আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬ আসনের শূন্যতা নিয়ে স্থানীয় পর্যায়ে কৌতূহল ও আলোচনা তীব্র হয়েছে।
তালিকার আনুষ্ঠানিক ঘোষণা ও দলের কর্মকর্তা-নেতৃবৃন্দের বক্তব্য অনুসারে, শীঘ্রই বাকি আসনের প্রার্থীও চূড়ান্ত করা হবে এবং দলের নির্বাচনী প্রস্তুতি পূর্ণ গতিতে এগোচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








