ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলে মার্কিন সিনেটে রেজোল্যুশন পাস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রেজোল্যুশন পাস হয়েছে।
শনিবার (১ নভেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১০০ আসনের সিনেটে বৃহস্পতিবার ভোটাভুটিতে ৫১ জন সদস্য রেজোল্যুশনের পক্ষে এবং ৪৭ জন বিপক্ষে ভোট দেন। দুই সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
রেজোল্যুশনের পক্ষে ভোট দেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির সদস্যরা এবং ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চার সিনেটর- কেন্টাকির র্যান্ড পল ও মিচ ম্যাককোনেল, আলাস্কার লিসা মুরকৌওস্কি এবং মেইনের সুসান কলিন্স।
গত ২ এপ্রিল বিশ্বের শতাধিক দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা’ রক্ষার উদ্যোগ হিসেবে উল্লেখ করলেও, বিরোধীরা শুরু থেকেই এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে আসছেন।
শুল্কনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা হওয়ার পর গত ২৯ মে আদালত নীতিটি বাতিল ঘোষণা করে। তবে ২৪ ঘণ্টার মধ্যেই ফেডারেল আপিল আদালত ওই আদেশ স্থগিত করে ট্রাম্পের নীতিকে অস্থায়ীভাবে কার্যকর রাখার নির্দেশ দেয়।
রিপাবলিকান দলের চার সিনেটর ট্রাম্পবিরোধী ভোট দেওয়ায় এটি বিরল এক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার দলের ভেতর থেকে এই প্রথম তার কোনো নীতির বিরুদ্ধে ভোট পড়ল।
আরও পড়ুন: কলেরায় বিপর্যস্ত আফ্রিকা: মৃত্যু ৬,৮৫৪
সিনেটে ভোটাভুটির পর ভার্জিনিয়ার সিনেটর ও ডেমোক্র্যাট নেতা টিম কাইন বলেন, “আমরা আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আজকের ভোটে প্রমাণ মিলেছে- শুল্কনীতি নিয়ে আপত্তি রয়েছে তার নিজের দলেও।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








