চট্টগ্রামে পুলিশবাহী বাস দুর্ঘটনা, আহত ২০
 
									ফাইল ছবি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তর দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সিএমপি সদর দপ্তরের ভেতরেই এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি আহতদের দামপাড়াস্থ বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সিএমপি সূত্র জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। এসময় সদর দপ্তরের ভেতরে পৌঁছানোর পর হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
আরও পড়ুন: নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে প্রাণ গেল ২ যাত্রীর
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি ১২ জনের অবস্থা তুলনামূলক স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে কয়েকজন নারী পুলিশ সদস্য মাথা ও পায়ে আঘাত পেয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “আজ বিকেলে সিএমপি সদর দপ্তরের ভেতরে পুলিশবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে। আহতদের মধ্যে ১২ জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তাদের মধ্যে কয়েকজন নারী পুলিশ সদস্যও আছেন।”
সিএমপি’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্রেক বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে, দামপাড়া সদর দপ্তর এলাকায় দুর্ঘটনার পর পরই সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি






































