News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৫, ৩১ অক্টোবর ২০২৫

শেখ হাসিনাসহ ২৬১ পলাতকদের তালিকা প্রকাশ করে পত্রিকায় বিজ্ঞপ্তি

শেখ হাসিনাসহ ২৬১ পলাতকদের তালিকা প্রকাশ করে পত্রিকায় বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করে জাতীয় দৈনিক ডেইলি স্টার এবং আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই পলাতক ঘোষণা এবং বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৭ নম্বর আদালতের বিচারক জনাব আরিফুল ইসলাম।

শুক্রবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, আদালতের নির্দেশে আজ ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় প্রধান আসামি শেখ হাসিনাসহ ২৬১ জনের নাম উল্লেখ করে তাদের পলাতক ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়েরের ক্ষমতা প্রাপ্ত হয়। সেই অধিকারবলে সিআইডি বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি (সি আর (রমনা) মামলা নং–২২২/২০২৫; ধারা–১২১/১২১(ক)/১২৪(ক) দণ্ডবিধি) দায়ের করে।

আরও পড়ুন: ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

তদন্তে উঠে আসে, “জয় বাংলা ব্রিগেড” নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। সিআইডি জানায়, মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।

সিআইডি দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (CS) দাখিল করে। তবে চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ২৬১ জন পলাতক থাকায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম গত ৩০ অক্টোবর তাদের অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতে সিআইডি আজ (শুক্রবার, ৩১ অক্টোবর) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মামলার প্রধান আসামিসহ সকল পলাতক আসামিকে সতর্ক করা হয়েছে এবং মামলাটি এখন বিজ্ঞ আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সিআইডি দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীকালীন সরকারের “বিচার” এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়