News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ৩১ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:০১, ৩১ অক্টোবর ২০২৫

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

ফাইল ছবি

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ঘোষণা করে সংশ্লিষ্ট অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “আগের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে গণহত্যার মামলার বিচার চলছে—তার ব্যবহৃত বাসভবনকেই জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে।”

আসিফ নজরুল আরও জানান, “এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হবে, জাতীয় জাদুঘরের কোনো শাখা নয়। এর ঐতিহাসিক গুরুত্ব ও প্রতীকি মর্যাদা বিবেচনায় পৃথকভাবে এটি প্রতিষ্ঠা করা হচ্ছে।”

আরও পড়ুন: গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল

অধ্যাদেশ অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে থাকা ‘আয়নাঘর’-গুলোও জুলাই জাদুঘরের শাখা হিসেবে সম্প্রসারণ করা যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়