News Bangladesh

শিল্প-সাহিত্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৫, ৩১ অক্টোবর ২০২৫
আপডেট: ১১:১৯, ৩১ অক্টোবর ২০২৫

পদক্ষেপ বাংলাদেশ -এর সভাপতি বাদল চৌধুরী, সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ

পদক্ষেপ বাংলাদেশ -এর সভাপতি বাদল চৌধুরী, সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ

সভাপতি বাদল চৌধুরী ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ। ছবি: নিউজবাংলাদেশ

সাংস্কৃতিক সংগঠন পদক্ষেপ বাংলাদেশের নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবা (৩০ অক্টোবর) সংগঠনের ধানমন্ডিস্থ হাতিরপুলের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে ২০২৫- ২০২৭ সালের ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি বাদল চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি মিতালী হোসেন, মির্জা মাহবুব সুলতান বেগ, আরজু পারভেজ টিটু ও জহিরুল হক সরকার। সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ। সিনিয়র যুগ্ম সম্পাদক মুক্তা পীযুষ; যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ শাকিল ও মাহবুবা লাকী।          

অর্থ সম্পাদক শহীদুল্লাহ পাঠান, সাংগঠনিক সম্পাদক নিহার আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক শরীফ সাকী, তথ্য-গবেষণা সম্পাদক জেবউননেছা, মহিলা সম্পাদক সারিতা রাণী সাহা, আইন সম্পাদক মাসুদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমেদ, সাহিত্য সম্পাদক সৈয়দ নূরুল আলম, দপ্তর সম্পাদক আসমা অনু, প্রচার সম্পাদক সাইফুল বারী, সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম, পর্যটন সম্পাদক তোফায়েল আহমেদ, পরিবেশ সম্পাদক নিহারিকা রাজ , ক্রীড়া সম্পাদক রুহেদ তালুকদার ও প্রকাশনা সম্পাদক আমজাদ শ্রাবণ।

আরও পড়ুন: আমার বাবা

কার্যনির্বাহী সদস্যরা হলেন: আজিজুল পারভেজ, শফিক হাসান, শ্রাবণ শর্মা বিশ্বাস, লামিয়া তাবাসসুম, তাজুল ইসলাম, ফখরুল হাসান, মুক্তা পারভীন, আয়েশা ফেরদৌসী, জাহিদুল ইসলাম লিখন, উত্তম কুমার রায়, আনোয়ার পারভেজ, অসীম কুমার ঘোষ, সবুজ দাস গুপ্তা, শায়রী রত্না, মতিউর জিসান ও আবু সায়েম চৌধুরী।

এ ছাড়াও প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে মতিয়ারা মুক্তাকে।

সর্বশেষ

পাঠকপ্রিয়