এস এম সুলতানের জন্মশতবর্ষে দোলনের ছবি আঁকা উৎসব

ছবি: সংগৃহীত
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হচ্ছে শিশু-কিশোরদের জন্য বিশেষ অনুষ্ঠান ‘দোলন ছবি আঁকা উৎসব’।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. মো. আজহারুল ইসলাম চঞ্চল। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও লেখক মোহন রায়হান, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. আবদুল আজিজ।
শুভেচ্ছা বক্তব্য রাখবেন আয়োজক প্রতিষ্ঠান দোলনের সম্পাদক কামাল মুস্তাফা।
আরও পড়ুন: ফুল আর গানে জাতীয় কবি কাজী নজরুলকে স্মরণ
তিনি জানান, প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে—ক বিভাগে ১ম থেকে ৩য় শ্রেণি, খ বিভাগে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি এবং গ বিভাগে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিটি বিভাগ থেকে তিনজন বিজয়ীকে সনদপত্র প্রদান করা হবে। প্রতিযোগিতার জন্য আয়োজকরা কাগজ সরবরাহ করবেন, তবে অংশগ্রহণকারীদের নিজস্ব রং সঙ্গে আনতে হবে।
কামাল মুস্তাফা বলেন, এস এম সুলতান ছিলেন শিশু-কিশোরবান্ধব শিল্পী। তাঁর জন্মশতবার্ষিকীকে ঘিরে আমরা ছোটদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিতে চাই। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ আয়োজনের প্রধান সফলতা।
আয়োজকরা আশা করছেন, শিল্পপ্রেমী অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীদের উপস্থিতিতে শিশু-কিশোরদের এ উৎসব হবে এক আনন্দমুখর ও প্রাণবন্ত আয়োজন।
নিউজবাংলাদেশ.কম/পলি