News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৯, ২৫ অক্টোবর ২০২৫

আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন ট্রাম্প

আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ায় যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

পাঁচ দিনের এ সফরে ট্রাম্প মালয়েশিয়া ছাড়াও জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর এটাই তার সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।

রবিবার (২৬ অক্টোবর) সকালে তিনি দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছবেন।

২০১৮, ২০১৯ ও ২০২০ সালের আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার দ্বিতীয়বারের মতো এই সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প। 

গত শুক্রবার রাতে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি প্রেসিডেন্ট শির সঙ্গে একটি ভালো বৈঠক আশা করছি। আমাদের আলোচনার অনেক বিষয় রয়েছে।

আল জাজিরা জানায়, আগামী বৃহস্পতিবার এ দুই নেতা প্রথমবারের মতো মুখোমুখি হবেন। ট্রাম্প সতর্ক করেছেন, ১ নভেম্বরের মধ্যে কোনো সমঝোতা না হলে চীনা পণ্যে মোট ১৫৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। এতে শুল্কযুদ্ধের বিরতি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

বাণিজ্যের পাশাপাশি দুই নেতার আলোচনায় থাকবে তাইওয়ান ইস্যু ও রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক। ট্রাম্প জানিয়েছেন, তিনি হংকংয়ের প্রো-ডেমোক্রেসি দৈনিক অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা জিমি লাইয়ের মুক্তির বিষয়টিও আলোচনায় তুলবেন। তিনি বলেন, এটা আমার তালিকায় আছে। আমি বিষয়টি তুলব… দেখা যাক কী হয়। 

এবারের আসিয়ান সম্মেলনে আরও যোগ দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার ট্রাম্পের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৈঠক করবেন। তিনি থাই-কাম্বোডিয়া শান্তি আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। এ বৈঠকে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যা সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সংঘাতের অবসান ঘটাবে।

এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, যদি দুই দেশ সংঘাত বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত রাখবে। মালয়েশিয়ার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আমি মালয়েশিয়ার নেতাকে বলেছিলাম— আপনি খুব ভালো কাজ করছেন। আমি মনে করি, আপনার কাছে একটি সফর পাওনা ছিল। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়