News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ২৫ অক্টোবর ২০২৫

শেখ মুজিব যা করতে পারেনি মেয়ে তাই করে গেছেন: প্রেস সচিব

শেখ মুজিব যা করতে পারেনি মেয়ে তাই করে গেছেন: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেনি, মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন। বিগত ফ্যাসিস্ট শাসনামলে ইংরেজি পত্রিকার সংকট ছিল বলেও জানান তিনি।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বরের একটি। তাদের অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়। এসব আমাদের লিপিবদ্ধ করে রাখা উচিত। অথচ তা করছি না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেনি তা হাসিনা করতে সক্ষম হয়েছে। তখনকার সব সংবাদমাধ্যম একসাথে একই বয়াত তৈরি করতো। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিল হাসিনা।

আরও পড়ুন: ‘বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে’

একটি দেশের জন্য, বিপ্লবের জন্য সংবাদপত্র অনেকটাই জরুরি জানিয়ে  শফিকুল আলম বলেন, ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মত কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল। একটি ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়