News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৬, ২৩ অক্টোবর ২০২৫

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় জাহিদকে প্রথমে স্থানীয় একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহত জাহিদের বাড়ি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। তিনি মৃত ইরানের ছেলে। পেশায় ছিলেন মোবাইল সার্ভিসিংয়ের কর্মী। কল্যাণপুর মিজান টাওয়ারে তার ভগ্নিপতি রবিন হোসেন উজ্জ্বলের দোকানে কাজ করতেন।

রবিন হোসেন উজ্জ্বল জানান, বৃহস্পতিবার ভোরে আজানের আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বের হয়ে সামনে গেলে একটি ককটেল এসে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে দ্রুত ট্রমা সেন্টারে নিয়ে যাই। সেখান থেকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মোহাম্মদপুরে সেনা অভিযানে ৩২টি ককটেলসহ অস্ত্র উদ্ধার

তবে নিহতের বন্ধুদের ভাষ্যমতে, জাহিদ ছিলেন একজন গ্রাফিক্স ডিজাইনার। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি। তখন তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হলে গুরুতর আহত হন।

ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল বলেন, ভোরে খবর আসে, জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এরপর দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। তবে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ঘটনাটিতে একজন আহত হয়েছেন। তবে তার বিস্তারিত কেউ বলতে পারেনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে টহল জোরদার করেছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

নিহত জাহিদের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়