News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ২১ অক্টোবর ২০২৫

‘আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে’

‘আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে’

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে বলে ধারণা করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, প্রাথমিকভাবে এই ধারণা করা হলেও আগুনের সঠিক কারণ এখনও তদন্তাধীন। বিভিন্ন সংস্থা ও তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।

চেয়ারম্যান জানান, আগুন লাগার সময় ১৫টি ফ্লাইট ভিন্ন রুটে পাঠানো হয়েছে। যাত্রীদের পরের দিন বিকেল ৪টার মধ্যে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের প্রায় ৪০টি ফায়ার ফাইটিং ভেহিকল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বেবিচক চেয়ারম্যান নিশ্চিত করেছেন, উত্তর ও দক্ষিণ উভয় পাশে বিমান ও টার্মিনাল ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

আরও পড়ুন: নির্বাচনে এআই অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠন করবে ইসি

তিনি আরও বলেন, আগুনের সময় টার্মিনালের ভেতরে থাকা বিমানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি। সবার সমন্বিত প্রচেষ্টার ফলে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়