News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৩, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার খোঁজে আবার এভারকেয়ারে ডা. জুবাইদা

খালেদা জিয়ার খোঁজে আবার এভারকেয়ারে ডা. জুবাইদা

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকায় এসে দুই দফায় এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। লন্ডন থেকে যাত্রা শুরুর পর থেকে তার হাসপাতাল পরিদর্শন পর্যন্ত প্রতিটি ধাপ সময়ক্রম অনুযায়ী স্পষ্ট হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ডা. জুবাইদা রহমান। চিকিৎসাধীনে থাকা শাশুড়ি খালেদা জিয়ার হালনাগাদ অবস্থা জানতেই তার এই আকস্মিক সফর বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী ফ্লাইটটি। আগমনের পরই তিনি স্বল্প সময় বিশ্রাম নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা হন।

দেশে পৌঁছে প্রায় এক ঘণ্টার মধ্যেই সকাল ১১টা ৫৪ মিনিটে ডা. জুবাইদা রহমান প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চান এবং সীমিত সময় অবস্থান শেষে বেরিয়ে আসেন।

আরও পড়ুন: খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মান থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

প্রথম পরিদর্শনের পর তিনি ধানমণ্ডির পৈতৃক বাসভবনে ফের যান। পরিবার-পরিজন ও ঘনিষ্ঠদের সঙ্গে সংক্ষিপ্ত সময় কাটানোর পর রাতে আবারও হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন।

শুক্রবার রাত ৮টা ২২ মিনিটের দিকে ধানমণ্ডি থেকে দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে পৌঁছান ডা. জুবাইদা রহমান। রাতে হাসপাতাল পরিদর্শনের এই ধাপটি ছিল তুলনামূলক দীর্ঘতর। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শাশুড়ির অবস্থার বিষয়ে আরও কাছাকাছি থেকে জানতে চান।

বিএনপি সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পরিবার ও দলের শীর্ষ পর্যায়ে উদ্বেগ বিরাজ করছে। ডা. জুবাইদা রহমানের আগমন ও দুই দফায় হাসপাতাল পরিদর্শন—এই উদ্বেগকে আরও স্পষ্ট করেছে। তবে চিকিৎসকদের মন্তব্যে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

ডা. জুবাইদা রহমান দেশে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে নড়াচড়া বাড়ে। এভারকেয়ার হাসপাতালের আশপাশে দলীয় নেতাদের অবস্থান নজরে আসে। তবে নিরাপত্তার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা বজায় রাখে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়