News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৫, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া

ছবি: সংগৃহীত

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সারা দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা–উপজেলা থেকে রাজধানী পর্যন্ত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ একযোগে দোয়ায় অংশ নেন।

মসজিদগুলোর পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানায় বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলীয় ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়িত হয়।

দোয়া কর্মসূচির কেন্দ্রীয় অংশ হিসেবে নয়াপল্টনের মসজিদে আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এ সময় আশপাশের এলাকার সাধারণ মানুষও দোয়ায় শরিক হন।

দোয়া মাহফিল শেষে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়েছেন।

আরও পড়ুন: হাসপাতালে পৌঁছেছেন জুবাইদা রহমান

তিনি আরও জানান, আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না, তা চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা আসতে পারেনি।

সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

মেডিক্যাল বোর্ড শরীর যাত্রার উপযোগী মনে করলে রবিবার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে—দলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

শুক্রবার সকালে দেশে ফেরেন খালেদা জিয়ার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে শাশুড়িকে দেখতে যান।

ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।

দলীয় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া ও প্রার্থনা তাদের শক্তি জোগাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়