News Bangladesh

দিনাজপুর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৬, ৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:৫৭, ৩ ডিসেম্বর ২০২৫

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। সপ্তাহজুড়ে মাঝারি কুয়াশা আর হিমেল হাওয়ার দাপটে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এর মধ্যেই বুধবার সকাল ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনাজপুরের আজকের তাপমাত্রাই মৌসুমের সর্বনিম্ন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাসের প্রভাবে তাপমাত্রা আরও কমতে পারে। রাতের তাপমাত্রা হঠাৎ নেমে যাওয়ায় ভোরের দিকে শীতের অনুভূতি বেড়েছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, “ বুধ্বার সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।”

তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২.২, রংপুরে ১৪.০, সৈয়দপুর ১২.৮, নীলফামারীর ডিমলায় ১৩.০, বগুড়ায় ১৫.০, পাবনার ঈশ্বরদীতে ১৩.৩, রাজশাহীতে ১২.৭, কুড়িগ্রামের রাজারহাটে ১২.৩, নওগাঁর বদলগাছিতে ১২.১, যশোরে ১৪.৬, চুয়াডাঙ্গায় ১৩.৭ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

আরও পড়ুন: ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কুড়িগ্রামের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

তাপমাত্রা কমায় দিনাজপুর ও আশপাশের এলাকাগুলোতে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে আসে। এতে যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেছে। শীত হঠাৎ করেই বেড়ে যাওযায় রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও দিনের শুরুতেই বাইরে বের হওয়া পথচারীদের ভোগান্তি ছিল বেশি। গ্রামাঞ্চলের পাশাপাশি জেলা শহরেও দেখা যায় অনেকে আগুন জ্বেলে হাত-পা গরম করছেন।

আবহাওয়া অফিস বলছে, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে  আগামী কয়েকদিনের মধ্যে উত্তরাঞ্চলে শীত আরও তীব্র হতে পারে। পরবর্তী দুই–তিন দিনে দেশের এই অংশে রাতের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি কমতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়