মোহাম্মদপুরে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করেছে।
সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-২ সিপিএসসি ও র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার যৌথ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, অভিযানটি মোহাম্মদপুর থানার টাউনহল সংলগ্ন শহীদ পার্ক ও খেলার মাঠের বিপরীতে অবস্থিত লালমাটিয়া ত্রিকোণ পার্ক এলাকায় চালানো হয়।
তিনি জানান, ঝোপের মধ্যে চাপা অবস্থায় রাখা সামগ্রী উদ্ধারের সময় কোনও ঘটনা ঘটেনি।
অভিযানে উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে— সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল, ৭০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, চারটি টেপ এবং ৭০০ মিলিলিটার পেট্রোল।
আরও পড়ুন: মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
র্যাবের ধারণা, উদ্ধারকৃত গান পাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ ব্যবহার করে অন্তত ২০–২৫টি ককটেল তৈরি করা সম্ভব।
র্যাব জানায়, তারা মনে করছে যে দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প ও আশেপাশের এলাকায় নাশকতা চালানোর পরিকল্পনা হিসেবে এসব বিস্ফোরক মজুত করেছিল। বর্তমানে উদ্ধারকৃত পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামত র্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
র্যাব সূত্রে জানা গেছে, এই অভিযান রাজধানীর বিভিন্ন সংবেদনশীল এলাকায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








