News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৯, ২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষকদের জন্য ৭২ ঘণ্টার প্রশিক্ষণ শুরু

বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষকদের জন্য ৭২ ঘণ্টার প্রশিক্ষণ শুরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব)-এর উদ্যোগে দেশব্যাপী জাপানি ভাষা শিক্ষকদের জন্য ৭২ ঘণ্টার মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

 জাপান ফাউন্ডেশনের অনুদানসহ এই হাইব্রিড প্রোগ্রামে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩৬ জন শিক্ষক অংশ নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় এবং জাপান দূতাবাসের পরিচালনায় প্রশিক্ষণটি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।

সোমবার অনলাইনে অনুষ্ঠিত উদ্বোধনী সম্মেলনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের দ্বিতীয় সচিব কিওহেই ইয়ামামোটো, জাপান ফাউন্ডেশনের জাপানি ভাষা বিশেষজ্ঞ টেকেও উজাওয়া এবং টময়ুকি ফুকুই। অতিথিরা তাদের বক্তব্যে জালটাবের কার্যক্রমের প্রশংসা করে অংশগ্রহণকারী শিক্ষকদের প্রশিক্ষণে সর্বোচ্চ দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন।

‘পরীক্ষা বন্ধ রাখলে শাস্তির মুখোমুখি হবেন শিক্ষকরা’

প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মোহাম্মদ আনসারুল আলম, কুনিয়াকি ওকাবায়াশি এবং ড. মো. মনির উদ্দিন। জালটাবের সভাপতি প্রফেসর ড. আনসারুল আলম জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে জাপানি ভাষা শিক্ষকরা আধুনিক পাঠদান পদ্ধতি এবং শিক্ষণ কৌশল সম্পর্কে আরও দক্ষ হবেন। তিনি আরও বলেন, “বাংলাদেশে জাপানি ভাষার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এমন প্রশিক্ষণ শিক্ষকদের ক্ষমতায়ন করে দেশে ভাষা শিক্ষার মান উন্নয়নে সহায়তা করবে”।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত জালটাব দেশের জাপানি ভাষা শিক্ষকদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম। এই সংগঠন ইতিমধ্যে বিভিন্ন স্তরের কর্মসূচি চালিয়ে এসেছে, যা জাপানি সংস্কৃতি ও ভাষার প্রসারে অবদান রাখছে। প্রশিক্ষণটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) সহায়তায় পরিচালিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়