খালেদা জিয়ার সুস্থতায় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চলছে: মির্জা ফখরুল
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, “চিকিৎসকরা তাদের সবটুকু চেষ্টা করছেন যাতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন। দেশি–বিদেশি চিকিৎসকরা যৌথভাবে চিকিৎসা দিচ্ছেন।”
তিনি আরও বলেন, দেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন চিকিৎসা- সংক্রান্ত ব্রিফিংয়ের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানাবেন।
এদিন বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া।
আরও পড়ুন: বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “দেশে অবাধ নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








